রবিবার, ১৯ মার্চ, ২০২৩

অমিতাভ সরকার-এর কবিতা

খবর এ বেলা

চিন্তা সে তো অনেককিছুই আছে,
এখন সময় মনখারাপের আকাশ,
জিজ্ঞাসা রোদ গল্প মেঘের দলে
খোঁজ মাখে বোধ, আশা নীড়, বাতাস।

সবার খবর সবাই ঠিকই রাখে।
সত্য-মিথ্যা ভাবনা অবুঝ উঁকি,
ঘর থেকে কাজ বেরোনোটা, তবু,
দিনের শেষে ভিতরে বেশ দুখী।

চলছে আকাল যাতায়াতের নামে 
ভিড়ে যে কাজ ফুটবলের এই খেলা,
নিয়মটা আজ নিয়মিত অতি
অসুখ স্বার্থে বেনিয়মের বেলা।

এখন ধর্ম বল নিয়ে গোল নির্বাচনের পায়
ছুটছে জোরে দিনকে দিনে গোলমেলে জায়গায়।

 

1 টি মন্তব্য: