অংশুমান কর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অংশুমান কর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১ অক্টোবর, ২০২২

অংশুমান কর-এর কবিতা


স্কুলে যাওয়ার আগেই ছেলেটি শেখে
- অজগর।
ক্লাস থ্রি-তে উঠে শেখে
- ডাকঘরের অমল।
মিথ্যে বলতে শুরু করে শেখে
- অম্লানবদন।
কলেজে গিয়ে শেখে
- অডি
তারপর
প্রেমে পড়ে আর বোঝে
- অভিমান।