সৌমনা দাশগুপ্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সৌমনা দাশগুপ্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

সৌমনা দাশগুপ্ত-এর কবিতা


পাখির আবাস 

ঢেউ ওঠেঘোলা জলে সাপ

পাগল আমাকে ডাকে স্রোতে

বেনোজলেসেইখানে ঝুঁকি আছে

কালো গম্ভীর সেই ব্ল্যাকহোল

 

ছবি থেকে মুখমুখ থেকে পাখির আবাস

কোনদিকে যেতে হবে আমাকে বলেনি

                কোনও মনোবিশারদ

 

জানলায় উঁকি দেয় বন্ধুদের মুখ

অথবা জানলা নয়দিনমানে

আমি তাকে জানলা ভেবেছি



অহেতু বিভ্রম থেকে খুলে আসে ডানা

 

আজ তবে সুর তুলিবলো সুর তুলি

বলো বলোকোন আঙরার স্তুপে

আমি খুঁজে পাব স্রোত সিঁড়ির

সেই কলহপ্রপাতজলাজমিশব্দ

মঙ্গলবার, ১ জুন, ২০২১

সৌমনা দাশগুপ্ত-এর কবিতা



গালগল্প

আধখাওয়া পাখিটি উঠোনেই পড়ে ছিল

নেভানো গানের ছাই, উড়ো খই, গালগল্প 

মেঘের ভূতুড়ে ছায়া জমা জলে 

তাদেরও তো কথা থাকে, কথা আছে

 

বেহালাবাগানে আমি যাইনি কখনো

বাজাইনি কখনো সে জমাট বেদনা

করোটির খাঁজেখোঁজে পরাছবি

যেন সে প্রিজম কোনো ব্যথা ঝলকায়

 

-পিঠ -পিঠ করে দেখি সেই অলীক চমক

মীড় গমকে বাজে ভাটিজল, ফিরে আসে

বিগত স্বপ্নের স্ক্রোল আচমকা খুলে ধরে 

জন্মকুণ্ডলী নক্ষত্র, ভুলভাল রাশিফল 

 

হঠাৎ হঠাৎ আমি কাগজের ঠোঙা খুলে 

পেয়েছি নতুন কত টুকরোটাকরা লেখা 

 

ওই যে না-পড়া কথা, তারা সব ভাসপাখি 

 

যেটুকু না-পড়া কথা আমার ভাতের পাশে

লেবু লংকা হয়ে জ্বলে থাকে আশরীর