শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

সৌমনা দাশগুপ্ত-এর কবিতা


পাখির আবাস 

ঢেউ ওঠেঘোলা জলে সাপ

পাগল আমাকে ডাকে স্রোতে

বেনোজলেসেইখানে ঝুঁকি আছে

কালো গম্ভীর সেই ব্ল্যাকহোল

 

ছবি থেকে মুখমুখ থেকে পাখির আবাস

কোনদিকে যেতে হবে আমাকে বলেনি

                কোনও মনোবিশারদ

 

জানলায় উঁকি দেয় বন্ধুদের মুখ

অথবা জানলা নয়দিনমানে

আমি তাকে জানলা ভেবেছি



অহেতু বিভ্রম থেকে খুলে আসে ডানা

 

আজ তবে সুর তুলিবলো সুর তুলি

বলো বলোকোন আঙরার স্তুপে

আমি খুঁজে পাব স্রোত সিঁড়ির

সেই কলহপ্রপাতজলাজমিশব্দ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন