শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

যশোধরা রায়চৌধুরী-র কবিতা


ডানা


ডানা ফিরে পাব।



শুধু তোর জন্য যাব আকাশে।



ডানা আমার মোড়া ছিল। ভেতরে ভেতরে সেলাই দিতে

কী উৎসুক লোকজন।



কত সূচ, সুঁতো, ফোঁড়

কত আকথা কুকথা মনময়লা করা দিন



দিন মানেই আকাশ

আকাশে সূর্য

চোখ ধাঁধানো কিন্তু টানে



টান পেলাম, শুধু তোর জন্য যাব আকাশে

যাবই।



ডানা ফিরে পেলাম।



পালকে পালকে উশখুশ।



এইবার উড়ব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন