শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

শীলা বিশ্বাস-এর কবিতা


প্লাবন

তেচোখা মাছের গায়ের ঝিলিমিলি

তাঁবু জলের ভেতরে

স্থাপনায় ছায়াপথ

নিশ্চিত আলোর ইশারা

 

উদ্বাস্তু ভাবনায় প্লাবন

যতি চিহ্নেরা যযৌ তস্থৌ

কবেকার বিন্দু হয়ে আসা প্রেম

মরা নদীতে জ্যোৎস্না মেখে

 

কুহকটুকু রেখে দেবে বলে

রাতে জাল তুলে রাখবে নুলিয়া

২টি মন্তব্য: