১
এখানে বাসন মাজা হয়
জলের চুইয়ে পড়া
ভেজা-পা চাতালে ছাপ ফেলতে-ফেলতে
দশদিকে চলে যায়
এখানে লুডো খেলা হয়
বিছানার চাদরে বর্গ
মিকিমাউসেরা রেফারি হলেও
চোট্টামি ধরতে পারে না
চারের চালাক, মিচকিটা ভেতরেই রাখে
এখানে ত্রিকোণ প্রেমের বুনিয়াদি শিক্ষা
তে-কোনা পার্কের ভূমি ঘাস
পাথরের তিনটে চেয়ার
এ আসে সে আসে না
সে আসে এ চলে যায়
দুটো চেয়ার ফাঁকা থেকে যায়
হাতে ঘুরতে-ঘুরতে বাসনের পিএনপিসি
ফিসফিসিয়ে থেকে ঝনঝনিয়ে
হাতের ঝাঁকুনিতে গড়িয়ে চলা টুকুন চৌকোর
পুট
এক ঘর সামনে নিয়ে আসে হলুদ চাঁদ
বুকে জমানো পাথর সব পাথরেই ঢেলে দেওয়া
ঘষা লেগে ফুলকি
এক কোণ থেকে দুই-কোণের দূরত্ব সমান
তিনটে চেয়ার ঝগড়া করে ত্রিকোণ-পার্কের কোলে
হালকা হয়, পলকা হয়, চেষ্টা করে—
০১-০১-২০২১
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন