অহোরাত
আমাদের আঁধিরাত
জলের ওপর হাঁসের সুচারু সাঁতার
উঠে আসে দিনে
সাদা পালক এর কথা বলে
মোহ রাতে ব্রত রাখে পান পাতায়
ধান কড়ি সিঁদুর -মঙ্গলে
অপলাপ হবে জেনে সত্য-কে দুয়ো দেয়
দেবী মুদ্রায়, মিথ্যের হাত বরাভয়
কুয়োজলে চাঁদ দেখে গ্রহণের রাতে
আহুতির থানে পরা-লয়
আমাদের আঁধিরাত
অনিকেত অনিঃশেষ ঝড় সংশয়
সূর্য আকাশ নেই,গ্রহ তারা নিষ্পলক
বিদ্যুৎ শাসন দিনময়
আসমানি ঘেরাটোপে সালমা জরির অন্ধকার
বিধাতা লেখন রাতময়
ভাল লাগল।
উত্তরমুছুন