মুক্তি
নৈঃশব্দের প্রান্তর ছুুঁয়ে জেগে আছি একা
হাতড়ে চলেছি অতলান্ত অন্ধকারে
একটা শব্দ।
সেই শব্দ জন্ম দেবে এক নতুন পৃথিবী
একটি নতুন স্বপ্ন।
দূরাগত শেষ ট্রেনের হুইসিল শুনি
রাতের নির্জনতা চিরে
সর্বগ্রাসী ছুটে আসা ধাতব দানব।
দু' একটি অচেনা রাতের পাখি
খান খান করে জমাট অন্ধকার।
জেগে থাকা, অন্তহীন এই জেগে থাকা...একা।
আদিগন্ত এই একক ভূমিশয্যা...
মানুষের নামাঙ্কিত এই খোলস ছেড়ে
আমি এবার বেরিয়ে পড়ব।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন