শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

নমিতা চৌধুরী-র কবিতা


হাওয়া পথ

ফুল ফোটা শেষ হলে

তুলো হয়ে উড়ে যাবে শিমূলের রং

আমিও তখন পাখিদের শিস হয়ে

বাতাসের গায়ে এঁকে দেব ডানা


উড়তে উড়তে তুলোবীজ

কোথায় যে বানাবে বসত

কে বা জানে সেই কথা


তবু এই হাওয়া পথ সঙ্গে থাক

রোদ এসে মুড়ে দিক

প্রাণসিক্ত প্রতিটি জন্মের কোষ

কথা বলুক কানে কানে

শোনাক আগামী বসন্তের গান


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন