ধুলোমুঠো
যতটা দূর ভাবো
ততটা ঘাতি নয়
এই বায়ুমণ্ডলে তুমিও ধুলো ছুঁড়েছিলে
এক রাত্রি,
গাছের ডালে আঁচল রাখো...
ফকিরি সুর উজান টানে বিঁধবে দেহ
ব্যাধি প্রকোপে আমি,
তবু দাঁড়াব দুয়ারে
সেই যে, সেই ঘূর্ণিঝড়ে ভেঙে গেল ধান
বীজের মন্তর, টুসুমা দু'হাতে এল না...
খুব সুন্দর
উত্তরমুছুন