শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

তৃষ্ণা বসাক-এর কবিতা


জন্মের কমল

আজ আমাদের আর কোন সংশয় নেই

যে ইতিহাস না অংক।
পর্যায় সারণী না চণ্ডীদাস-
এসব ঢেউ আমাদের মাথার ওপর দিয়ে
অনেক চলে গেছে,
আর আমরা বরাবর ভয় পেয়েছি।
এবার কিন্তু কোন ভয় নেই আমাদের,
সব হারানো মেয়েটি
আমাদের আগে আগে পথ দেখিয়ে চলেছে,
আর তার পদছাপগুলির ওপর
ফুটে উঠছে এক একটি জন্মের কমল!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন