ব্যক্তিগত --১০৫
উড়তে উড়তে ভালোবাসা। দুঃখী
ডাকবাক্সকে তার গল্প শোনায়।
কিছুটা শোনায় শূলপাণি-কে। সাপেরাও
কোনো কোনও দিন।-- নিমন্ত্রণ রাখতে
ঢুকে পড়ে সোনালি নার্সের খোপায়।
আমার জ্বর। অল্প বৃষ্টি ভিজে নেয় সন্ধেবেলা।
ভিজে নেয় একটু গিরিশ ঘোষ।
সূর্যমুখীর সামনে হাঁটু মুড়ে একটি ড্রোন।
সমান্তরাল বর্ষাতির আলো খায়।
অচেনা পালকির তবে মাঘ মাস এলো।--
লজঝরে চাঁদ আর স্বপ্ন সেসময় একজন
দিওয়ানা হয়।
হয় পৌষসংক্রান্তি। ফর্সা নাভিতে আলতা
পরা হ্যারিকেন। অনেকটা কৃষ্ণকুমারী।
স্বপ্ন আর আগুনের আজ তবে বিবাহ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন