শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

বিশ্বজিৎ রায়-এর কবিতা


আনন্দ

 

আহারে বসলাম----

সামান্য অন্ন শাকপাতা

দূরে কোথাও আলো বেজে উঠলো.... 

 

একটা কাঠবিড়ালি 

তুরতুর করে ছুটে এসে

শুনিয়ে গেল গোপন কিছু কথা---

 

একটা বন্ধ দরজা খুলে গেল

অনেকদিন পর....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন