শান্তি
কোলাহলের পানা-পাঁক-আবর্জনা দুহাতে ঠেলে
অগম বিন্দুতে
নির্মল নৈঃশব্দ্য খোঁজা।
গভীরতা অভিমুখী মন। শুধু চায়
নীরবতার কাকচোখ জলে নখ থেকে কেশাগ্র
ধুয়ে জানু মুড়ে পূজার আসনে
কোনো পরমের আরাধনা-ব্রতে
পূর্ণ নিবেদন দিন, রাত, যাপন, সংঘাত।
নৈঃশব্দ্য শুক্তি যেন। বুকে শান্তি বয়ে চলে
বহুমূল্য মুক্তোকণা।
তাকে খুঁজে খুঁড়ে চলা এত শব্দ, এত কোলাহল।
জলের নির্জনে অবশেষে খুঁজে পাব না কী
পরম নীরব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন