কেবল কবিতা
আমার মাথায় ঘিলু নেই, কেবল কবিতা ----
ড্যাশ, কমা, কোলন গিজগিজ করে, আর
কালো কালো অক্ষর
ডেঁয়ো পিঁপড়ের মতো চলে
সোজাসুজি, আঁকাবাঁকা ---- সাদা পাতা জুড়ে
শব্দের আল্পনা;
কিছু চেনা, খানিক অচেনা কারো মুখ,
কালো চোখ, স্মিত হাসি
ভেসে ওঠে মগজের কোষে কোষে...
প্রেমের কবিতা লেখা শুরু হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন