প্রবাহ
খাটের বালিশের ওয়াড়ে অদ্ভুত সব ছবি
আঁকা আছে, ছবি মানে নকশা আর কী
আর নকশা মানেই তার মধ্যে অনন্ত ধরা আছে
সীমার মাঝে অসীমকে অনুভব করা যায়
একটি শিশুর টলোমলো হেঁটে যাওয়া, কিছু
যদি না মনে করেন তো বলি, সেই টলোমলো
হেঁটে যাওয়া আমাদের সভ্যতাকে একশো
বছর এগিয়ে দিল, এর বেশি কিছু বলা যাবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন