সুরের বিমূর্ত ধ্বনি
সন্ধ্যার ঝাপসা অন্ধকারে নিসর্গের সরল বৃক্ষগুলি হ্রদের কিনারায় অশরীরী দেহের মতো
পরস্পরের সঙ্গে মেলামেশা করে নিঝুম দাঁড়িয়ে,
তাদের প্রতিবিম্ব বর্ষায় চঞ্চল মেঘের বিপন্নতায় বিহ্বল ঝাপসা, অলৌকিক পাখিরা যেমন বেলাশেষে গাইতে থাকে সমবেত দুঃখের গান
এখন কী গান গাইবে তুমি, নিশ্চয়ই জন্মান্তরের কোনো বর্ষার গান, স্বপ্নের ছায়াপথে হারিয়ে যাওয়া সুরের বিমূর্ত ধ্বনি প্রেমের বৃষ্টিধারার ছন্দে ভাসিয়ে দিচ্ছে তোমার চুল, চোখ, ঠোঁট, শরীরের প্রান্তসীমা, ঠিকানাহীন ভালোবাসাময়
হারমোনিয়ামে নিমগ্ন আঙুলের চলাফেরায়
নিপুণ কুয়াশা রূপকথার পাষাণপুরীর তৃষ্ণার্ত অন্বেষণে প্রাচীন আর্তি চারপাশে ঘিরে ধরেছে, অন্ধকারময়তায় জাতিস্মরের লুপ্ত অভিমান
সুরের উদাসীনতায় তোমার হাত ধরে পৌঁছে দিচ্ছে উপকথার সেই ছাতিম গাছের তলায়, ভাষাহীন প্রেমের নিবিড় মগ্নতায়, জ্যোৎস্নাময়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন