মন্দ সময়ও চলে যায়
সময় মন্দ হলে কিছুই হয় না ঠিকঠাক
পছন্দ হয় না কিছুতেই অপরাহ্নের সাজ
মধ্যাহ্নের ভাত অতিরিক্ত ফুটে গলাভাত
রুটিতে বড় বড় অসহনীয় পোড়া পোড়াদাগ
তবুও আমি সান্ধ্য খেলায় মেতে উঠি
মাটিতে মাদুর পেতে গান গাই অতুলপ্রসাদি
যতটা চওড়া হলে তুমিও বসতে পারো কাছে
মাদুর ততটাই আমি বিছিয়ে দিতে পারি অনায়াসে
তবু কিছু ত্রুটি থেকে যায়
মন্দ কিছু ছেলে মেয়ে অন্ধকার মাঠে চলে যায়
তারা হয়তো একদিন নিজেদের বাসবে আরও ভালো
কিছুটা গোছানো হলে গল্প হবে মন্দের ভালো
দুধের গামলায় তখন ভেসে উঠবে ঘন সাদা সর
লতিয়ে অনেকটা যাবে লাউডগা মেয়েদের ঘর
আবার এমনও তো হয় মন্দ সময়ও চলে যায়
বনে নয় মনে মনে পাখি গান গায়
ভাঙা আয়নায় তখন মুখ দেখে না কেউ আর
জোড়াতালি মেরেকেটে বাঁধা হয় নতুন সংসার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন