অনুপ মণ্ডল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অনুপ মণ্ডল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১ অক্টোবর, ২০২২

অনুপ মণ্ডল-এর কবিতা

ইউটার্ন 

 

বহুব্রীহি থেকে উচ্চৈঃস্বরে হ্রেষারব অনুধাবন করেছি

 

কোশমুক্ত তরবারির পাশেই ছিল

মধ্যযামের শিশ্ন, মুদ্রিত উপেক্ষায়

তুরগ গতিতে ছুটে আসছিল যে ফ্লাইওভার

আমার শক্ত মুঠিতে তার বাদামী কেশর

সমতল ছোঁয়ার আগের মুহূর্ত

আরও একটা ইউটার্ন আরও একটা

কিছু কিছু জায়গায় অন্ধকার ছিল কি তখনও?

কারা যেন চেঁচিয়ে উঠল,হ্যান্ডস আপ

 

আর আমার ভালোবাসাকে ঘিরে নিল আপেল বাগান

 

মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

অনুপ মণ্ডল-এর কবিতা

শমে আছি 

 

শমে আছি।ঘাটে নেমে আসছে ঝুরিমূল,পিপাসার কোরাস

দুটো বক একে অপরকে পাক খেয়ে খেয়ে ঘুরছে

তৈরি করে নিচ্ছি উপগ্রহ উৎপীড়ন

শুষে নিচ্ছে আগুন।শিখা থেকে শিখার লেলিহান

জমা হচ্ছে ছাই অন্তর্বাসের ছাতিমতলায়

 

মাটি খুঁড়তে খুঁড়তে

প্রতিদিনকার সাদা রঙের নদী,নুড়ি পাথর

পাপ নয়,কালো কালো পাথরই ছড়িয়ে আছে শুধু

কোঁচোর ভর্তি নগরজীবনের অশৌচ

মেয়েটি তরতরিয়ে নেমে গেল মন্দিরের ঘাটে

জল কখনও বরফের চেয়েও শীতল কখনও

চোখের জলের মতোই উষ্ণ

 

আটকে ছিল বৃষ্টি। পর্দা সরিয়ে তাকে নামতে দিলাম

ফুটো নৌকোয় বিভ্রম ঢুকে পড়েছে

ছইয়ের নীচে একে অপরকে পাক খেয়ে খেয়ে ভাসছে

যুক্তাক্ষরের আঠায় জোড়া দু'দুটো পালকখসা পুরোনো জখম

 

বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

অনুপ মণ্ডল-এর কবিতা


স্পষ্টবাদিতা 

হাতের উল্টো পিঠ দিয়ে কান্না মুছে দেখি,একটা ছোট্টো পাকুড়গাছ

খুব বেশি ঝোপালো নয় যদিও

নীচের দিক থেকে

তিন অথবা চার

কিংবা পাঁচ নং শাখায় তার যাবতীয় প্রাচীনতা

পাথরের কোকিলকে স্পষ্ট বোঝা যাচ্ছে না

তবুও পাথর সে,কুহু কুহু স্বরে স্পষ্টবাদিতা

আম্লিক কান্নায় ঝরে যাচ্ছে ডেসিডুয়াস মেঘ

লিখিত লিটমাস নীলসহ ব্যথার গায়ে ঢলে পড়লে

মাঝে মাঝে ঝাপসা হয়ে আসে মনের অতল

 

টিকিটচেতনার ওপর অতিবৈতনিক জি এস টি

তিন নম্বর থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম

আমি আড়াআড়ি ডিঙিয়ে এইমাত্র মেরে দিলাম

অব্যবহিত নীচে

সবুজ রঙের একটা গার্হস্থ্য বিকেল

ঘুমগুলো সব ঋজু ইউক্যালিপটাস,গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে