বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

অনুপ মণ্ডল-এর কবিতা


স্পষ্টবাদিতা 

হাতের উল্টো পিঠ দিয়ে কান্না মুছে দেখি,একটা ছোট্টো পাকুড়গাছ

খুব বেশি ঝোপালো নয় যদিও

নীচের দিক থেকে

তিন অথবা চার

কিংবা পাঁচ নং শাখায় তার যাবতীয় প্রাচীনতা

পাথরের কোকিলকে স্পষ্ট বোঝা যাচ্ছে না

তবুও পাথর সে,কুহু কুহু স্বরে স্পষ্টবাদিতা

আম্লিক কান্নায় ঝরে যাচ্ছে ডেসিডুয়াস মেঘ

লিখিত লিটমাস নীলসহ ব্যথার গায়ে ঢলে পড়লে

মাঝে মাঝে ঝাপসা হয়ে আসে মনের অতল

 

টিকিটচেতনার ওপর অতিবৈতনিক জি এস টি

তিন নম্বর থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম

আমি আড়াআড়ি ডিঙিয়ে এইমাত্র মেরে দিলাম

অব্যবহিত নীচে

সবুজ রঙের একটা গার্হস্থ্য বিকেল

ঘুমগুলো সব ঋজু ইউক্যালিপটাস,গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন