ইউটার্ন
বহুব্রীহি থেকে উচ্চৈঃস্বরে হ্রেষারব অনুধাবন করেছি
কোশমুক্ত তরবারির পাশেই ছিল
মধ্যযামের শিশ্ন, মুদ্রিত উপেক্ষায়
তুরগ গতিতে ছুটে আসছিল যে ফ্লাইওভার
আমার শক্ত মুঠিতে তার বাদামী কেশর
সমতল ছোঁয়ার আগের মুহূর্ত
আরও একটা ইউটার্ন আরও একটা
কিছু কিছু জায়গায় অন্ধকার ছিল কি তখনও?
কারা যেন চেঁচিয়ে উঠল,হ্যান্ডস আপ
আর আমার ভালোবাসাকে ঘিরে নিল আপেল বাগান
খুব সুন্দর
উত্তরমুছুন