গুচ্ছ কবিতা
( ১.)
সহজেরে আঁকড়ে ধরি
সহজ হবো বলে
সহজের বোঝায় দিন দিন
লঘু হয়ে মিশে যাচ্ছি মাটিতে
সহজের ভারে নত হতে হতে
আমার শেষ বিন্দুটিও বুঝি
মিলিয়ে যাবে মাটিতে
(২.)
মাটি আমায় দেয়নি তিলক
আমিই মাটির তিলক হয়ে
মিশে যাই মাটিতে
(৩.)
শূন্য কলসের রব হৈ হৈ কত কী...
ছুটোছুটি ধুন্ধুমার এতোকাল
শূন্যতাই পেলাম শুধু শেষে
বুক নিংড়ানো বিষাদ, ঠিক
ছায়াপথ-ডাকে পৌঁছাবে
সমাধির ঠিকানায়...
(৪.)
চারপাশে উড়ছে বিদ্রূপ রাশি রাশি
শাণিত বর্শার ফলা ঝিকমিক
চাঁদনীর চন্দ্রকলা হাসি
পারঙ্গম চৌষট্টিকলা ছুঁয়ে বইছে বাতাস
কেঁপে যায় ছায়াগোপন ত্র্যস্ত বাঁশি
চারপাশে উড়ে উড়ে যায় বিদ্রুপ চাহনি
ঘোলাজলের ফোয়ারায় ভিজছে চারদিক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন