মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

অনুপ মণ্ডল-এর কবিতা

শমে আছি 

 

শমে আছি।ঘাটে নেমে আসছে ঝুরিমূল,পিপাসার কোরাস

দুটো বক একে অপরকে পাক খেয়ে খেয়ে ঘুরছে

তৈরি করে নিচ্ছি উপগ্রহ উৎপীড়ন

শুষে নিচ্ছে আগুন।শিখা থেকে শিখার লেলিহান

জমা হচ্ছে ছাই অন্তর্বাসের ছাতিমতলায়

 

মাটি খুঁড়তে খুঁড়তে

প্রতিদিনকার সাদা রঙের নদী,নুড়ি পাথর

পাপ নয়,কালো কালো পাথরই ছড়িয়ে আছে শুধু

কোঁচোর ভর্তি নগরজীবনের অশৌচ

মেয়েটি তরতরিয়ে নেমে গেল মন্দিরের ঘাটে

জল কখনও বরফের চেয়েও শীতল কখনও

চোখের জলের মতোই উষ্ণ

 

আটকে ছিল বৃষ্টি। পর্দা সরিয়ে তাকে নামতে দিলাম

ফুটো নৌকোয় বিভ্রম ঢুকে পড়েছে

ছইয়ের নীচে একে অপরকে পাক খেয়ে খেয়ে ভাসছে

যুক্তাক্ষরের আঠায় জোড়া দু'দুটো পালকখসা পুরোনো জখম

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন