নন্দিনী দেখলেই বলত, দাঁড়িয়ে পড়লে থেমে যাবেন
চলুন, যতক্ষণ যাওয়া যায়, যতটা অজানা পথ
এক জীবনে কতটা পথইবা দেখা যাবে
চলুন, দাঁড়ালে তো দাঁড়িয়েই পড়লেন
থিয়েটারের ওই সংলাপ, এই তো জীবন কালীদা
পাড়ার কালীদাকে দেখেছি, একা মানুষ
দু'চাকার সাইকেলে জীবন, চলতেন সারা গ্রাম
সবার খবর নিয়ে টোটকা দিতেন ঘুরে ঘুরে
আশ্চর্য মহৌষধী, সবাই বলতেন হাতযশ
চুল দাড়ি আর গভীর চোখে থাকত স্বপ্ন
একটা স্বপ্ন, ভেসে যাবার, সাদা মেঘের মতো
নিরবচ্ছিন্ন, আকাশের মতো প্রান্তহীন উদার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন