মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

সুবীর সরকার-এর কবিতা


গান

রোদে পিঠ।শীতের মাঠে সাজিয়ে রাখা বল্লম।

কারা বুঝি ছেড়ে দিয়ে যায় বাদামি রঙের

                                                  ঘোড়া

গাছে নখ ঘষতে থাকে বেড়াল।

শুকিয়ে যাওয়া জলাভূমি জানে শীত জুড়ে কেবলই

                                                  সতর্কতা।

সুপুরিগাছে ঘুঘুর বাসা

দূরে কোথাও মরুচমতির গান

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন