শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

তুষ্টি ভট্টাচার্য-এর কবিতা


জলের
 ঘর

৪)

রাতে ওই ঘরে একটা ভূত ইতস্তত ঘুরে বেড়ায়। সোফায় বসেটিভির রিমোট নিয়ে নাড়াচাড়া করেফ্রিজ খুলে জল খায়। টেবিলে আরও একটা খালি বোতল জমে। ভূতটাকে আমি ছাড়া কেউ দেখেনি যদিও। আমি ইনসোমনিয়াকদের মুকুট বিহীন সম্রাজ্ঞীযে ওই ভূতটার সঙ্গে তলোয়ার নিয়ে লড়াই করতে যাই। ওকে শিখিয়ে দিতে চাইদুইয়ে দুইয়ে সর্বদা চার হয় না। টয়লেটের নর্দমা দিয়ে জল নেমে যাচ্ছে সুরেলা ভঙ্গীতেওরা সমুদ্রে মিশবে একদিন। সিগালেরা এই জন্য নদীর থেকে সমুদ্র বেশি পছন্দ করে। 

1 টি মন্তব্য: