শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

মুজিব ইরম-এর কবিতা


দ্বিধাদ্বন্দ্ব

কেউ বলে বৈদেশিয়া

কেউ বলে সিলট্যা মানুষ

কেউ বলে শব্দের ফকির, হারিয়েছে হুঁশ।

 

ইরম কহিছে শেষে করিয়া ভাবনা

আমি তো নিজেরে নিজে পড়িতে পারি না। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন