শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

মাসুদার রহমান-এর কবিতা


সড়ক

বাঘের শরীর থেকে ডোরাকাটা দাগগুলো ঝরে গিয়ে সাপ হয়ে গেছে। একটি সবুজ পাখি উড়ে এসে বসছে জারুলগাছে, তাকে আর তীরন্দাজ খুঁজেই পাচ্ছে না। সে কি তবে পাতা হয়ে গেলো!

 

শনিবার, বুধবার দুইদিন দুপুরবেলা সাইকেলে ব্যাগ... বাবা হাটের দিকে যেতন। বাড়ির সামনে বুড়ো আমগাছ তলায় দাঁড়িয়ে তাকিয়ে থাকতাম তার যাবার পথের দিকে

 

মাটির সড়কে অল্প ধুলো উড়িয়ে ক্রমশ ছোট হয়ে যাচ্ছেন বাবা। তারপর রায়গ্রাম মোড়ে বাঁক নিয়ে উধাও হয়ে যেতেন। ধুলো ওড়া একটি মাটির সড়ক হয়ে যেতেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন