শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

সুবীর সরকার-এর কবিতা

হরেকৃষ্ণ কবিরাজ

হরেকৃষ্ণ কবিরাজের একটা নিজস্ব নদী আছে

সেখানে একটা ঝুঁকে পড়া সন্ধ্যা আছে

হরেকৃষ্ণ সবসময় নরম আলোর একটা পৃথিবীর

                                                কথা বলেন

সবুজ শ্যাওলার ঝোপে লুকিয়ে থাকে বাস্তুসাপ

আর একজন অন্ধ ঢোলবাদক চুপচাপ এগিয়ে যেতে

                                       থাকেন সন্ধ্যের নদীর দিকে

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন