মঙ্গলবার, ১ জুন, ২০২১

সৌমনা দাশগুপ্ত-এর কবিতা



গালগল্প

আধখাওয়া পাখিটি উঠোনেই পড়ে ছিল

নেভানো গানের ছাই, উড়ো খই, গালগল্প 

মেঘের ভূতুড়ে ছায়া জমা জলে 

তাদেরও তো কথা থাকে, কথা আছে

 

বেহালাবাগানে আমি যাইনি কখনো

বাজাইনি কখনো সে জমাট বেদনা

করোটির খাঁজেখোঁজে পরাছবি

যেন সে প্রিজম কোনো ব্যথা ঝলকায়

 

-পিঠ -পিঠ করে দেখি সেই অলীক চমক

মীড় গমকে বাজে ভাটিজল, ফিরে আসে

বিগত স্বপ্নের স্ক্রোল আচমকা খুলে ধরে 

জন্মকুণ্ডলী নক্ষত্র, ভুলভাল রাশিফল 

 

হঠাৎ হঠাৎ আমি কাগজের ঠোঙা খুলে 

পেয়েছি নতুন কত টুকরোটাকরা লেখা 

 

ওই যে না-পড়া কথা, তারা সব ভাসপাখি 

 

যেটুকু না-পড়া কথা আমার ভাতের পাশে

লেবু লংকা হয়ে জ্বলে থাকে আশরীর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন