নীরবতা
সুনসান রাস্তা দিয়ে সা করে ছুটে যাওয়া ট্রাক
একঝাঁক বাতাসের মাঝে কিছুটা শব্দের ঢেউ
আজকাল সবকিছু বড় ধূসর, পাণ্ডুর -
জীবনের ক্রমোসঞ্চরণ হঠাৎ কার ইশারায় স্তব্ধ!
দূরে নদীর বুকে ভেসে চলেছে অর্ধদগ্ধ শব
কে জানে কার বুকের ধন ,কার মঙ্গলসূত্র কিংবা
কোন অবোধ শিশুর পিতা --
খাঁ খাঁ করা নদীর পাড়ে দিনেরবেলায় শেয়ালের
তীক্ষ্ম দৃষ্টি, ওঃ কি ভয়ানক বাস্তব চিত্র তুলে ধরা
বাস্তব এখানে নগ্ন, পূতিগন্ধময়, নিষ্ঠুর ভর্ৎসনা-
প্রকৃতির পটভূমিতে কেঁদে মরা মানুষের যন্ত্রণা
যাদুদণ্ড চাই , ছুঁয়ে থাকা মনুষ্যত্ব আর বেঁচে ওঠা
প্রার্থনা সংগীত ঝরে অবিরত হৃদয়ের গভীরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন