মঙ্গলবার, ১ জুন, ২০২১

আফজল আলি-র কবিতা


 একটি উৎকৃষ্ট জীবন নির্ধারক

সুন্দর একটা সকাল কীভাবে শুরু হতে পারে
প্রথমেই খারাপ চিন্তাগুলোকে ছেঁটে ফেলা হোক
তারপর শুরু হোক কী কী ভালো কাজ আমরা করতে পারি
ভালো কাজের জন্য খুব বেশি চিন্তা লাগে না
যতটা লাগে খারাপ কাজের জন্য
কথা মনে রাখা দরকার যে আমাদের উপর নজর রাখছে কেউ
এবং নিশ্চয় আমরা জিজ্ঞাসিত হব আমাদের কাজের জন্য
প্রথম প্রশ্ন কর্তা সে তো আমাদের অন্তর সাধক , আমাদের বিবেক
এরপর আরো অনেক আছে সেগুলো উপেক্ষা করতেই পারা যায়
কিন্তু শেষ পর্যন্ত খবর চলে যায় বিশাল আর একজনের কাছে
কিছুতেই আপনি এড়াতে পারবেন না
ভালো কাজের মধ্যে ভুল থাকতে পারে  , ত্রুটি থাকতে পারে
বিচ্যুতিও থাকতে পারে
তবু মনস্থির করুন  , সে সব শুধরে নিয়ে
শেষ পর্যন্ত ভালো কাজগুলো আপনাকে করতেই হবে
কিন্তু কিছুতেই খারাপ কাজ করতে যাবেন না
হ্যাঁ জানি ,খুব শক্ত মন না হলে তা সম্ভব নয়
শক্ত মন মানে কঠিন হৃদয়ের কথা বলছি না , বন্ধুগণ
দয়ালু মনের অবিচ্যুতির কথা বলছি যা ভালো করতে প্রলুব্ধ করে
একটি কবিতা লেখার পূর্বে আমরা কি আমাদের গ্রন্থিসমূহ বাদ দিতে পারি
তা সম্ভব নয়
আসলে ভালোবাসা হল একটি উৎকৃষ্ট জীবন নির্ধারক
যা আমাদের ভালো কাজের দিকে নিয়ে যায়
আমরা খারাপ থেকে বিচ্ছিন্ন হতে থাকি
আর ঠিক তখনই একটা পাখি এসে বসে আমাদের কাঁধে

সেই পাখিটার নাম কি জানেন , না জানলে চেষ্টা করুন জেনে নিতে  

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন