রাস্তা
প্রভাত ভ্রমণের সময় কেবলি মনে হয়
সামনে যে রাস্তা চলে গেছে
একটু একটু এগিয়ে যদি না ফিরি
যদি রাস্তাই এগিয়ে নিয়ে চলে
যদি আর একটি মুখ এসে হাজির হয়
আমি তো আর ফিরব না
শুনশান রাস্তায় ছুঁয়ে আছে রোদ
ঘেঁষাঘেঁষি বাড়ির মাঝে একফালি শনি মন্দির
বাজার দোকান ছেড়ে ছেড়ে ফাঁকা জমি
তারপর আবার এক রাস্তার মুখ
কেউ এতক্ষণে চিন্তা করে ফেলেছে
খানিক উৎসুক হয়ে ঘর-বার, ঘড়ি দেখা
ফেরত রাস্তার মুখ আশ্চর্য নতুন মনে হয়
গুলিয়ে যায়, মনে হয় এ তো ভীষণ চেনা
অন্য রাস্তার মুখ হাতছানি দেয়, ডাকে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন