মঙ্গলবার, ১ জুন, ২০২১

আলী আফজাল খান-এর কবিতা


 আঙুল

আঙুলে আংটি না আঙটা?
সময়ের পেয়ালা উঁচিয়ে
কালো ডানাগুলি জেল্লা ছড়ায়
করতলের ফ্রেমে এইসব দৃশ্যাবলী হত্যা বা আত্মহত্যারঃ

 

হাতকড়া- তিমিরঘেরা প্রহরে
কলস্বরা নদী ধাবমান রাতে
বজ্রকরতালি ভ্যাংচায় স্বরের সঙ্গী
চুশনি বানায় ইথার অবশ ...

 

হাতবোমা- কি বোর্ডে ঝড়
খালে  নালায় চিৎকারশীৎকারঅত্যাচার
লীয়মান স্বরে 
ঘূর্ণিমুখর
ভূ-স্বরবুনোষাঁড়গোলাঘরহ্রেষাধ্বনির গিটার ...

 

হাত খরচ- যৌবন ঘুঙুর
কাচের শহরের বিয়ারের পিঁপে
কুলফি-বরফফিসফাসস্বপ্ন শিখর
ছায়াধরা ফাঁদে সুনিল ঝালর ...

 

হাত কাঁপেহর্ম্য মিনারে
হলাহল চুমুকে চুমুকে মদিরা পপলার
বিভোর স্বগত সংলাপ রাঙায় কাঁকর
অটল-অনড় ঘন্টার মতো কন্ঠস্বর ...

 

হাতে তৈরী- পোতাশ্রয়ে অভেদ্য বুনন
ঘূর্ণিমুখর বাষ্পতনুমুখউতল গর্জন
গর্তগুলোর রূপান্তর জাদুর লণ্ঠন
গায় ছায়াসঙ্গী পদধ্বনিভরা জাদুগান ...

 

হাত পাখা- জলছবির অ্যালবাম
মনোলোভা ঠান্ডা হীমের কল্পচিত্রমালা
বুনো অট্টরোলে মালগাড়ী
ছায়াধরা ফাঁদে বিবসনা জলপরী ...

 

হাত বই- আঙিনার কারাগার
হাঁপায় দিগন্তে পয়মন্ত রাত
নিয়তির চরকা ভয়ার্ত-বিমূঢ়
আগুন-রতির রাতে চৌকাঠে চক্কর ...

 

হাতড়ান- কুয়াশার কটিদেশ
মগ্ন নগ্নতায় বাৎস্যায়ন ফেনা
অনন্ত-ভূষিত এক তূণধারী
এফোঁড়-ওফোঁড় বসায় মুত্যুবাহী ছুরি ...

 

হাতে হাতআতপ্ত সৈকত
সাঁকো  সেতুর উড়ন্ত সুঁই
কায়া  মায়ার আতশী কাঁচ
প্রীতি  রতির মখমল চাঁদ ...

 

অনামিকায়- প্রগলভ হাওয়া ঘিরে ধরে
হিংস্র পিরনহার আদিগন্ত সুতা
অ্যামবুশ উতল গর্জনের পূর্ণজোয়ারে
এঁটো অবশেষ শিয়রের শুকনো পাতা ...

 

তর্জনী- হিমডালের প্যাঁচা
গম্বুজের চূড়ায় বজ্র-চকিত কিংকোবরা
মনগহনের দীঘলতনুর ভাসন্ত ঘাঘরা
ঊর্ধ্বে ঊর্ধ্ব পাথর খোদাই তোপধ্বনির বাক্সপেটরা ...

 

মধ্যমায়- আলোর বসন্তের পাদটীকা
গভীরে গভীর শব্দবন্ধের সুড়ঙ্গ
সুতার গুটলি মেঘের ছায়ায় বিছায় বিষন্ন জাল
ঝিনঝিন বিবশে নীল চাবুক  শিকল ...

 

স্নায়ুর প্রান্তে ঊর্ণনাভের ঢেউশীর্ষ
জানি সূচিমুখে বহ্নিতাপ
যদি ভালোবাসা থাকে ব্রহ্মান্ডে
আলিঙ্গনে চুম্বক আঙুলে আঙুলে



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন