মঙ্গলবার, ১ জুন, ২০২১

নিলয় রফিক-এর কবিতা



বৃক্ষশূন্য

চাঁদের পূর্ণিমামুখ,কালোধোঁয়া শ্মশানে আগুন

মৃত্যুর মিছিলে ডাক,এলোমেলো বিলাপ স্লোগান

মানবতা বস্তাবন্দি শান্তির আমেজ উগ্র নেতা

ক্ষমতালড়াই মাঠে,পূর্ণস্নানে মড়কে-মিলন।


গোপনে স্বর্গেরচুমু পরিবেশ বিষাক্ত আগ্রাসী

রোগীঘরে বৃক্ষশূন্য!পথ ভুলে পাখির চিৎকার

করুণ বিমূর্ত আজ জীবন লাটিম পথে ঘুরে

চারিদিকে কান্নাঢেউ থামবে কখন দৃষ্টি মেলে।


বাঁচাও প্রকৃতিসখা ক্ষমা করো হয়েছে অনেক

অসহায় শ্রেষ্ঠজীব উন্মুক্ত আকাশে খাঁটি ঘ্রাণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন