মঙ্গলবার, ১ জুন, ২০২১

বিপ্লব দত্ত-এর কবিতা



কোণ যখন দূরত্বে নয়  

পাহাড় ডিঙানো বড়ো কষ্টের
আমরা জানি ফুলকে ফুল বলে
মৃত্যুর পর লাশ হয় তাও জানি
আর ভালোবাসার রঙ বদলে বদলে যায়।

আমি শুয়ে কৃষ্ণচূড়া গাছের নিচে সবুজ গালিচায়
আকাশে অসংখ্য সন্ধ্যাতারা
এক এক করে ফুল সাজাচ্ছিস তুই  আমার বুকে
নির্লিপ্ত আমি
দ্যাখো
কি রে ?
আচ্ছা বলো তোমার কোন কোণটা ভালো লাগে
নৈঋত না ঈশান ?
ধুর
আমি হাত টেনে বুকের উপর
রূপকথা সরলীকরণে নির্বাক আকারে।

কেন যে ভাবনায় আসে চার কোণকে এক করতে পারি না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন