নিয়ম মেনে
হাঁটাহাঁটির অভ্যেসটা মরে গেছে
মরে গেছে মানে মারা হয়েছে
প্রতিদিনের চেনা রাস্তা অমায়িক ছিলো
চমৎকার উৎফুল্ল ব্যবহার - যেন মনে হতো
বরপক্ষের কেউ একজন আমি ...
কারো সঙ্গে বা কখনও তার সঙ্গে
দেখা হোক চাই না হোক
যাতায়াত ছিলো --
কঠোর লকডাউনের নিয়মে সব ধূসর
আবাসনের জানালায় রোদ্দুর ওঠে বেশ
পাশেই পথ মরে পড়ে আছে জনমানব শূন্য
শেষ বিকেলের তন্ময় আবেশে হরিণের দল
এসে ফিরে যায় -- দেখা পায় না তার
স্মৃতিসৌধে কোনো শব্দ নেই
ভাষা নেই ছবি নেই ছন্দ নেই
নেই কোনো কবিতার পান্ডুলিপি
সময় থেকে খসে গেছে সব নির্ঘন্ট
সুন্দর
উত্তরমুছুন