মঙ্গলবার, ১ জুন, ২০২১

ফটিক চৌধুরী-র কবিতা


 চড়া রোদ


একটি নরম ভোর দিয়ে জীবন শুরু 

বেলা বাড়তেই চড়া রোদ

মেঘেদের দেখা নেই

তারা নাকি থাকে মেঘালয়ে শিলং পাহাড়ে

হাতছানি দিয়ে প্রলোভিত করে

যেখানে অমিত লাবণ্যরা বেড়াতে যায়

কবিতা সেখানে শেষের কবিতা নয়

বরং শুরু 

ঝরনা পাহাড় বৃষ্টিই তো কবিতার রসদ।

 

নরম ভোরের স্বপ্নকে সত্যি ভেবে

সারাদিন বিমল আনন্দে কাটাতে চাও?

দেখবে বেলা বাড়ছে বেলা বাড়ছে

সারাজীবন চড়া রোদ তোমাকে ভোগাবে।

1 টি মন্তব্য: