মঙ্গলবার, ১ জুন, ২০২১

নূর মহম্মদ-এর কবিতা


অমরত্ব এবং 

ঈশ্বরের মতন হতে চায় মানুষ অমরত্বের অধিকারী

তার বাঁচার সাধ আসে অনন্ত কালের মহাযুগের

অথচ মৃত্যু ছোঁয় তাকে নিয়ে যায় শূণ‍্যতার দিকে

তবুও মৃত্যু পেরিয়ে বাঁচার স্বপ্ন দেখে অমরত্ব নিয়ে

চোখের উপর রয়েছে তার শতসহস্র উদাহরণমালা

কেউ কখনো পায়নি পাবে না এই জয়

আসবে না কারো হাতে মুঠোয় কিম্বা হবে না শক্তিমান

তার জীবনসীমানা বাঁধা হয়ে গেছে স্থির

লোভ তবুও তাকে করে আন্দোলিত বিচলিত

স্বপ্ন তাকে নিয়ে যায় বার বার ভুলভুলাইয়া পথে

ছোটায় তাকে অসীম আকাঙ্খা দিয়ে ঘন ঘন

যুগ যুগই ছুটেছে সে মায়া হরিণের পিছনে এমন  নির্বোধ।।

২টি মন্তব্য:

  1. সুন্দর উচ্চারণ। নূর মোহাম্মদ মানে নতুন ভাবনার মননশীল উপস্থাপন। অনেক অনেক শুভেচ্ছা

    উত্তরমুছুন
  2. আপনার দপ্তরের ইমেইল জানালে খুশি হবো

    উত্তরমুছুন