কবিতা কাকে বলে?
হাসপাতালে গিয়ে দেখেছি মৃত্যু কাকে বলে!
প্রেমিকা তার প্রেমিককে ঠকানোর পর,
প্রেমিক জেনেছিল প্রেম কাকে বলে!
মরুভূমিতে চলতে চলতে জেনেছি,
তৃষ্ণা কাকে বলে!
দার্জিলিংয়ে গিয়ে জেনেছিলাম,
পর্বত কাকে বলে!
কারো জন্য অপেক্ষা করার পর জেনেছিলাম,
সময় কাকে বলে!
সন্তানের মুখে হাসি দেখার পর জেনেছি,
সংসার কাকে বলে!
কিন্তু সারাজীবন ধরে কবিতা লিখেও,
আজও জানিনি কবিতা কাকে বলে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন