রবিবার, ১৯ মার্চ, ২০২৩

শান্তনু ভট্টাচার্য-র কবিতা

প্রশ্রয় 

একটা  রোদ্দুর ভিজে যাচ্ছে তোমার আদরে 
একটুও হিংসা হচ্ছে না আমার 

তোমার প্রশ্রয় পেয়ে পায়ে পায়ে ঘুরে বেড়ায় যে বিড়ালটা 
সে এখন বাঘ হবার স্বপ্নে বিভোর 

কুঁকড়ে যাওয়া ছবির ভেতর থেকে
উঠে আসছে- তুমি তুমি গন্ধ 
বারান্দা পেরিয়ে সিঁড়ি দিয়ে ধীরে ধীরে 
 
ঠিক তখনই মরে যাওয়া বসন্ত গাছের উপর 
পোজ দিচ্ছে একটা প্রজাপতি

দাঁত না নখ 
দেওয়ালে পিঠ না ঠেকলে আদপেও বোঝা যাবেনা

পিছনে সর্বদা  অন্ধকার রঙের পর্দা
যার ওপর ছবি আঁকো 
দেখতে না পেলেও
তুলি টানার আওয়াজটা ঠিক  শুনতে পাই...

 

২টি মন্তব্য:

  1. খুব সুন্দর কবিতা,কবিকে ধন্যবাদ

    উত্তরমুছুন
  2. অসাধারণ......কলম ইন্দ্রজালে বসে আছি চুপ করে....... কবিতা এতো কিছু বলে !!
    ভালো থেকো বন্ধু

    উত্তরমুছুন