রবিবার, ১৯ মার্চ, ২০২৩

বিমান কুমার মৈত্র-এর কবিতা

বাজার-থলি 

একবিংশ-শতক সংস্করণের 
বাজার-থলি দোস্তকে দেখছি ....
যার প্রতিটি ছিদ্রই এক একটি অপরিমেয় 
প্রসব-উন্মুখ যন্ত্রণাবিদ্ধ দুঃস্বপ্নের  
অথবা অক্ষর মেধাবীদের 
উত্তরপত্র হতে পারতো 

ঋণাত্মক প্রতিবন্ধকতাগুলির
নিশিযাপন তাকে অনুগত ভৃত্যের মতো 
কখনো মাটিতে ফেলে রাখে
কখনো দেয়ালে খাজুরাহো করে

আপাতত ক্যালেন্ডারের 
শেষ বর্গটির চাতক আমি 
যেখানে মন্দ বৌদির চিরজীবি চিতা 

হে বৌদিমনি তুমিই রক্ষা কোরো এই নরাধমে

 

1 টি মন্তব্য:

  1. বেশ লিখেছেন বিমান মৈত্র। প্রয়োগ ভিন্নতায় বিশেষ উল্লেখযোগ্য হয়ে উঠেছে।

    উত্তরমুছুন