রবিবার, ১৯ মার্চ, ২০২৩

নীলাদ্রি দেব-এর কবিতা

নীল তাঁবু

গল্পগুলো গান হলেও পারত
আড়াল ও আবডালের কিছু মায়া
ঘুম না ভাঙা শহরে আদি উনুনের ঘ্রাণ
ভিড়ের ভেতর থেকে
                   ভিড় আলাদা করছে কেউ
হোহো হাসি দিয়ে সাজানো উপত্যকায়
একা নাবিক স্পষ্ট করছে বেঁচে থাকা

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন