রবিবার, ১৯ মার্চ, ২০২৩

সুরভী চ্যাটার্জী-র কবিতা

জীবনের পাংশু গলিপথে

আমি নিষিদ্ধ হয়েছিলাম

জীবনের পাংশু গলিপথে

যেখানে আজও ফেরা হয়নি আমার…


বাফতা জড়ানো এক কুহোরমূর্তি

কড়া নেড়ে যায় আগাগোড়া

আর প্রাপ্তবয়স্ক মেয়ের মতো আমি 

আগল ফেলি প্রাবাসিক ভঙ্গিমায়…


শরীরী ডালপালা জড়ো করে 

মধ্যমিকা একটি বৃক্ষ

গিলে নিচ্ছে তাকে অন্ধকারের সবক'টি চোখ

আর আমি উপকন্ঠীয় তটে পরিশ্রমই একটি সনেটের উন্নত বিশ্লেষণে…

কিছু পালক যেমন হয় আরকি হাওয়ার গৃহগত… 

২টি মন্তব্য: