রবিবার, ১৯ মার্চ, ২০২৩

গোলাম কিবরিয়া পিনু-র কবিতা

ঋতুসন্ধিতে বসন্ত    

অপেক্ষায় থাকি –––
মুলতবি করে রাখি–––রঙিন হওয়ার সাধ,
                      আসুক বসন্ত!
তারপর হই আনকোরা –––
                  টাটকা ও তাজা হয়ে
ঋতুসন্ধিতে হই অভিনব জোড়া!

পূর্বজ্ঞানে ––– মাত্রাজ্ঞানে ফেলে রাখি
                      প্রত্ন ও ধ্বংসাবশেষ,
পরি ––– হলুদ রঙের প্রকৃতির বেশ!

ভবিতব্য জেগে তুলি পুষ্পের বোঁটায়
তা দেখে ধনিয়া ও মটরশুঁটির জমিও দুলতে থাকে,
আমি আরও রাঙা হই--সৌরতাপে ফাল্গুনে!

বসন্তভৈরবী নিয়ে –––
কুঠরিতে থাকি না ––– থাকি না কোনো কোঠায়
নদীর জলও শেষ হয়ে যায় ––– তৃষ্ণার ফোঁটায়!


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন