রবিবার, ১৯ মার্চ, ২০২৩

বন্যা ব্যানার্জী-র কবিতা

মিছিল

ওরা গন্তব্যের খোঁজ রাখে না।
কেবলই হেঁটে চলে স্লোগানের দায় মেখে।
ওদের ইচ্ছা আর স্বপ্নের নাম বুদবুদ।
ক্ষিদেয় প্রলেপ দিতে ওদের কেউ কেউ
অবরোধ জমায়,ধর্নায় বসে।
মাঝে মাঝে ঘটে যায় ভয়ংকর বিস্ফোরণ।
খবরের হেডলাইনে বিপ্লব জমা হয়।
ফেসবুকে ঝড় ওঠে।
বাবুরা আসেন,আশ্বাস রাখেন।
মাঝরাতে ব্যারিকেড ভেঙে ওদের কথা‌রা দাঁড় বায়।
বেসামাল ইতিহাস উত্তরাধিকার খোঁজে।
ওদের জুতো রা বাতিল হয় না
বারবার সেলাই হয়।ঘাম জমা পোষাকে মৃত চাঁদ ঝলসে ওঠে।
বাড়িয়ে দেওয়া টুকরো সিগারেটে টান দিয়ে ওরা সেঁকে নেয় ক্ষতের মুখ।
আমরা ওদের মিছিল বলেই জানি।যাদের শর্ত আদি অকৃত্রিম ক্ষিদে।
 

1 টি মন্তব্য: