রবিবার, ১৯ মার্চ, ২০২৩

আশিস গোপাল-এর কবিতা

আর এক জগৎ : ২

ডাইসন বনে শুয়ে আকাশ―

দেখেছি কত দিন!

বজ্রলতার দুল পরে 

হলুদ আকাশ বৃষ্টি আঁকে

পাঁচ মাস এখানে, আর―

বাকিটা সময় পৃথিবীর ব্যথা

ফণা তোলা বদ্ধ জলাশয়ের

চিৎকার হয়ে হারিয়ে যায় ট্রিফিটের পেটে।

গোলাপি ঘাসের মাথা রক্তে রেঙে নেই,

ক্যারণের গায়ে অ্যারোসল লেগে নেই;

এখানে মানুষ নেই, তাই ব্যথা নেই,

না অতীত ফেরে পাড়াগাঁর কোনো মেয়েটির সাথে:

ঝুমকোলতার নুপুর পায়ে পরে।

কালো চুল খুলে চাঁদ খোঁজে অমাবস্যাতে

 বসে ঘরের এক কোণে...


প্রতিটি সন্ধ্যা নেবুলার গানে ভরে যায়,

আর বাতাস কাঁপে ব্রহ্ম কমলের বুকে।


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন