রবিবার, ১৯ মার্চ, ২০২৩

সৌমিত্র চক্রবর্তী-র কবিতা


নিজকিয়া সিরিজের কবিতা

নিজকিয়া ১০

আত্মগোপন করতেও অন্ততঃ একটা দেওয়াল প্রয়োজন
আত্মহননের জন্য অন্ততঃ একটা কারণ
অথচ আত্মিক পোস্টমর্টেম করতে কিছুই লাগেনা
তবুও ...

ঠিকমতো না কামানো কামান্ধ দাড়ির আঁচড়ে
থুতনিতে বিমূর্ত অয়েলপেন্টিং আঁকা হয়ে যায় দীর্ঘ চুমুর অবসরে
ইতস্ততঃ বিচরণে ঘেমো গর্মাক্ত বিকেল লাট খেয়ে 
পড়ে থাকে কিশোরী বিভাজনরেখায়
গরমের গর্ভে চমকে ওঠে সপাট বিদ্যুৎ শাখাপ্রশাখা।

 

নিজকিয়া ১১

তুমি বলছো রাত্রি এলো
ওরা বলছে ভোরের আলো
ভাবতে গেলেই মাথার ভেতর
ঘুনপোকাদের কিরর্ কিরর্...

তুমি বলছো রাজনীতি চাই
আদর্শবাদ ধানাই পানাই
নুন আনতে পান্তা উধাও
আমার সকাল আমার বিকেল।

তুমি বলছো রুখে দাঁড়াও
ওরা বলছে কামাও কামাও
আমার ব্রেনে চিমটি কাটে
ছেলেমেয়ের স্কুল খরচা।

তুমি বলছো ফ্রী বাক্ চাই
ওদের মুখে একই সানাই
ধারেদেনায় বিক্রী আমি
ফলিডল ধার দেবে ভাই!


নিজকিয়া ১২

বিন্তিরিং সময়ের স্টপগ্যাপে আদর হামলে পড়ে
তলপেট মধ্যনাভি অনাবিস্কৃত স্তনবৃন্তে
হরেক ল্যাম্পপোস্টের নীচে অন্ধকার কুড়িয়ে নিতে নিতে
রাজবংশী বাঁশি সুর তোলে ঝিংতারা ঝিংতারা
অসংলগ্ন ফুটপাতের কিনারায় পড়ে থাকে অবস্তী মাতাল
মাঝরাত্রির আকাশ তক্ষুনি প্রসব করে গ্যালাক্সির না বলা রূপকথা।

1 টি মন্তব্য:

  1. সৌমিত্র চক্রবর্তী২১ মার্চ, ২০২৩ এ ৭:৫৬ PM

    অশেষ ধন্যবাদ। অফুরান শুভকামনা রঙিন ক্যানভাস পত্রিকার জন্য।

    উত্তরমুছুন