শুক্রবার, ২ জুন, ২০২৩

নীলাঞ্জন কুমার-এর কবিতা

চরিত্র

ফেসবুকের অসীম টাইম লাইন
হোয়াটসঅ্যাপের দুরূহ মেসেজ
আমায় চরিত্র চেনায়।

চরিত্রের সঙ্গে শব্দ মিশে থাকে
সন্ধ্যের মিঠুয়া শব্দের,
শঙ্খ আজান মন খারাপকে
উড়িয়ে নিয়ে যায় ।

দুরন্ত দিনের জটিলতা
ফিকে হয়ে এলে
মাটির সোঁদা গন্ধ
জ্যোৎস্নার নীরব অভিমানকে
হাসি খুশী চ্যাট করি।

ওরা আমার চরিত্রকে
বয়ে নিয়ে বেড়ায়
চাঁদের পালকি করে।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন